অন্তমোড়া একটি অর্ধপর্ণমোচী গুল্ম বা ছোট আকৃতির গাছ। এর ইংরেজী নাম হলো: East Indian Screw Tree , গোত্র: Sterculiaceae , বৈজ্ঞানিক নাম: Helicteres isora । লম্বায় ৮-১০ ফুট পর্যন্ত হতে পারে। বাকল ধূসর রঙের, পাতা সাধারণ, খসখসে কিনারা খাঁজকাটা এবং ছোট ছোট লোম থাকে। ফুলগুলো একক বা হালকা গুচ্ছ আকারে থাকতে পারে। পাপড়ি– রং লাল বা কমলা। সবুজাভ বাদামি বণেংর ফল হয় এবং এটি প্যাঁচানো আকৃতির ও দেখতে অনেকটা স্ক্রর মতো হয়।
অন্তমোড়ার ভেষজ গুণ
উদারাময় বা ডায়রিয়া, আমাশয়, পিত্তদোষ, কৃমিনাশক হিসেবে এর রয়েছে ওষুধি গুণ।
অন্তমোড়ার ব্যবহার
মূল এবং বাকল রস করে দিনের শুরুতে অর্থাৎ সকালে খালি পেটে এক চা চামচ করে ২-৩ দিন খেলে উদারাময়, আমাশয়, পিত্তদোস ভালো হয়। কৃমিনাশক হিসেবেও এর ব্যবহার করা যায়।
go on
ReplyDelete