আমার নাম মোঃ শাহীন বেপারী। আমার জন্ম ১৯৯১ সালের ৩০ শে সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার বেপারী ডাঙ্গী। পদবি পড়ে বুঝাই যাচ্ছে যে আমারা মোটামুটি পরিচিত এবং আমাদের আধিপত্যও ভালো । তা না হলে কী আমাদের নামে পুরো একটা গ্রাম হয়। আমার পড়ালেখা শুরু হয় আমার গ্রামের একটা প্রাইমারি স্কুলে। ধিরে ধিরে আমি বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সব পর্যায়ের পড়ালেখা শেষ করি। আমার বিষয় ছিল গণিত। গণিত আমার অনেক ভালো লাগতো। কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগতো প্রকৃতি। প্রকৃতি আমাকে সব সময় তার কাছে টানতো। বিশেষ করে প্রকৃতির অপার সৌন্দর্য এবং ¯্রষ্টার সৃষ্টি গাছ।এরই ধারাবাহিকতায় গাছ সম্পর্কে আমার জানা। আধুনিক যুগের ছোঁয়ায় ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ করে এবং নিজের জানা সব তথ্য মানুষের নিকট পৌছে দেওয়ার জন্য আমার এ সাইটটি খুলা। আমার এ সাইটটি পড়ে যদি কারো বিন্দু পরিমাণ উপকার হয় তবে আমার জানা, কষ্ট ও লেখাটি সার্থক হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি।
No comments:
Post a Comment