গন্ধরাজ খুবই পরিচিত একটা ফুল। এর ইংরেজি নাম হলো: Gardenia , গোত্র: Rubiaceae,বৈজ্ঞানিক নাম: Gardenia jasminoides । এই ফুলের একটা অসুবিধা হলো এর অতিরিক্ত গন্ধের কারণে বেশিরভাগ সময় গাছের গোড়ায় সাপ থাকে। এটি এক ধরনের চিরসবুজ গুল্ম জাতীয় বৃক্ষ। লম্বায় সাধারণত ১ মিটার পর্যন্ত উঁচু হয়। পাতা ডিম্বাকার ও সূক্ষ্যগ্র। ফুল বৃহৎ। রং সাদা। তবে হালকা গোলাপি রঙেরও দেখা যায়। ফল কমলা – লাল রঙের।
ভেষজ গুণে গন্ধরাজ ফুল
গন্ধরাজ কোষ্ঠকাঠিন্য ও কৃমিনাশক। জ্বর, জন্ডিস, নিদ্রাহীনতা দূর করে। অজীর্ণতা, ¯œায়ুরোগ ও হিস্টোরিয়ার জন্য এটি বেশ উপকারী।
গন্ধরাজ ফুলের ব্যবহার
এন্টিসেপটিক হিসেবে গন্ধরাজ বাহ্যিকভাবে ব্যবহৃত হয়। রক্তক্ষরণ বন্ধ করতে এটি বেশ কার্যকর। মায়োলোসাইটিক লিউকোমিয়ার চিকিৎসার জন্য চৈনিক ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এর ফল ব্যবহৃত হয়ে থাকে।
go on
ReplyDeleteHi
ReplyDeleteHeeeeeee😁😁
ReplyDeleteIt's really very helpful ☺ thank you so much for give this
ReplyDeleteGardenia jasminoides apnar kamon laga
ReplyDelete