Friday, February 7, 2020

গন্ধরাজ ফুলের পরিচিতি




গন্ধরাজ খুবই পরিচিত একটা ফুল এর ইংরেজি নাম হলোGardenia , গোত্রRubiaceae,বৈজ্ঞানিক নামGardenia jasminoides  এই ফুলের একটা অসুবিধা হলো এর অতিরিক্ত গন্ধের কারণে বেশিরভাগ সময় গাছের গোড়ায় সাপ থাকে এটি এক ধরনের চিরসবুজ গুল্ম জাতীয় বৃক্ষ লম্বায় সাধারণত মিটার পর্যন্ত উঁচু হয় পাতা ডিম্বাকার সূক্ষ্যগ্র ফুল বৃহৎ রং সাদা তবে হালকা গোলাপি রঙেরও দেখা যায় ফল কমলালাল রঙের

ভেষজ গুণে গন্ধরাজ ফুল


গন্ধরাজ কোষ্ঠকাঠিন্য কৃমিনাশক জ্বর, জন্ডিস, নিদ্রাহীনতা দূর করে অজীর্ণতা, ¯œায়ুরোগ হিস্টোরিয়ার জন্য এটি বেশ উপকারী

গন্ধরাজ ফুলের ব্যবহার



এন্টিসেপটিক হিসেবে গন্ধরাজ বাহ্যিকভাবে ব্যবহৃত হয় রক্তক্ষরণ বন্ধ করতে এটি বেশ কার্যকর মায়োলোসাইটিক লিউকোমিয়ার চিকিৎসার জন্য চৈনিক ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এর ফল ব্যবহৃত হয়ে থাকে

5 comments: